মৃত্যু ক্ষুধা উপন্যাসের বিষয়বস্তু গুলো কি কি?
'' মৃত্যু ক্ষুধা '' উপন্যাসটি নজরুলের বিদ্রোহী ভাবাদর্শ ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গির অপরুপ নিদর্শন। এখানে তিনি মানব জীবনের সর্বনিম্ন বিন্দুতে প্রার্থনা করান-ক্ষুধা, যা মানুষের নৈতিকত্ বিশ্বাস ও সামাজিক স্তম্ভ কে কাঁপিয়ে দেয়। এই উপন্যাসের মাধ্যমে নজরুল তুলে ধরেছেন সাম্য মানব মর্যাদা ও মানবিক দায়বদ্ধের দর্শন|
কেন্দ্রীয় ভাবনা ও বার্তা
ক্ষুধা প্রায় ই মানুষকে বিপর্যস্ত পরিস্থিতিতে ফেলে দেয়| যেমন- কি মৃত
দেহ খাওয়া ,যা সর্বোচ্চ অবমাননা কিন্তু সে অবমাননা থেকেও ক্ষুধা আমাদের মুক্তি
দেয় না|
আরও পড়ুনঃ মৃত্যু ক্ষুধা উপন্যাস বিষয়ক বিষয়বস্তু।